সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: একদিকে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে মাইক বাজানো, প্রশাসনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে গতরাতে পাত্রসায়ের থানার কান্তর গ্রামে সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উদ্যোক্তাদের। পাশেই ছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি পরীক্ষার্থীর পরিবারের লোকজন মাইক বাজানো বন্ধ করতে বলায় স্থানীয় দুই ব্যক্তি চড়াও হয় পরীক্ষার্থীর পরিবারের লোকজনের ওপর । অভিযোগ ব্যাপক মারধর করা হয়েছে এমনকি কাটারির কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ । ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিন জনা গুরুতর আহত হন । প্রথমে তাদের পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে তাদের রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । পরিবারের অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থী কেউ চরঘুশি মারা হয়েছে সে গুরুতর আহত না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি । ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পাত্রসায় থানায় । তদন্তে নেমে পাত্রসায়ের থানার পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ , ধিরু ঘোষ নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে এবং আজ তাদের তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct