সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়। গত এক মাস আগে ব্লক সভাপতি বিশ্বনাথ মুখার্জির পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে সেখানে কিছুদিন চিকিৎসা করার পর তাকে নিয়ে আসা হয় কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশনে, সেখানেই চিকিৎসারত অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান আমরা একজন আমাদের দলের দক্ষ সংগঠক অন্যতম নেতাকে হারালাম, তার এই অকাল প্রয়াণ আমাদের দলের একটা অপূরণীয় ক্ষতি, তার সাংগঠনিক দক্ষতা এবং সবাইকে নিয়ে চলা একজন কর্মী প্রেমী মানুষ ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct