সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: পাকাধানে পোকার আক্রমন নাকি রোগ কিছুই বুঝতে পারছেন না কৃষকরা । এদিকে প্রতিদিন বিঘের পর বিঘে ধানজমির ধান শুকিয়ে পরিনত হচ্ছে আখড়ায় । বড় চিন্তায় রাতের ঘুম উড়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাঁধের বড় অংকের কৃষকদের । এত বড় ক্ষতির পরে এখন ঋন ধার ও মহাজনদের টাকা পরিষোধ করবেন কিভাবে তা ভেবে পারছেন না কৃষকরা । এই পরিস্থিতিতে সরকারী সহযোগিতার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা ।
গ্রামের প্রায় ৪০০০ একর ধান জমির মধ্যে ৮০ শতাংশ ধান জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছেন এলাকার কৃষকরা । ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবি , ধান কাটার সময় ধানের জমির ধান শুকিয়ে ধান পরিণত হচ্ছে আখড়ায়। ধান গাছও ঝলসে শুকিয়ে যাচ্ছে নিমেশে। পোকার আক্রমন না রোগ তা পরিষ্কার নয় কৃষকদের কাছে । তবে এমন সমস্যা আগে কখনও সম্মুখীন হয়নি কৃষকরা । হটাত করে এই সমস্যায় ধানের ক্ষতিতে এখন বড় বিপাকে পড়েছেন কৃষকরা । শুধু লায়েকবাঁধ এলাকা নয় আশেপাশের গ্রাম অর্জুনপুর , কাউবাসা এলাকার একটা অংশের কৃষকরাও একই সমস্যায় জর্জরিত । ঋন ধার করে ধান চাষ করে সোনার ফসলের এই ক্ষতিতে এখন রাতের ঘুম ছুটেছে এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের । এখন কিভাবে ঋণ শোধ করবেন কিভাবেই বা শীতকালের চাষ শুরু করবেন তা নিয়ে এখন মাথায় হাত কৃষকদের । কৃষকদের দাবি খবর পেয়ে এলাকা পরিদর্শনে যায় কৃষি দফতর তাদের কাছেও পরিষ্কার নয় ধান জমিতে এই ক্ষতি পোকার কারনে না রোগের কারনে । এদিকে পাকা ধানে বড় ক্ষতির মুখে পড়ে আতংকিত এলাকার কৃষকরা । এখন সরকারী সুযোগ সুবিধার আশায় বসে ক্ষতিগ্রস্থ চাষীরা । এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা কৃষি দফতরের তরফে।
কৃষি দফতর সূত্রে প্রাথমিক ভাবে জানা গেছে বাদামী শোষক পোকার আক্রমনে ধানের এই ক্ষতি হয়েছে । কৃষি দফতর পুরো বিষয় খতিয়ে দেখছে এবং বীমার টাকা ক্ষতিগ্রস্থ কৃষকরা যাতে দ্রুত পেয়ে যান সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct