আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্যের পদ থেকে সরতেই ফের পড়ুয়া, অধ্যাপক, কর্মীদের বিক্ষোভে উত্তাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। মঙ্গলবার বিশ্বভারতীতে ছাত্র-ছাত্রী, অধ্যাপক সংগঠন ও কর্মীদের জন জমায়েত অনুষ্ঠিত হলো। পাশাপাশি, তারা ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের সাথে বৈঠকও করেন। বৈঠক করে ভারপ্রাপ্ত উপাচার্যের হাতে মূলত তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন। ভার প্রাপ্ত উপাচার্য নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান বিশ্বভারতীর ছাত্র নেতা সোমনাথ সৌ। মূল তিনটি দাবি হল- এক, চলতি বছর পৌষমেলার আয়োজন করতে হবে। দুই, ছাত্র-ছাত্রী, অধ্যাপক- অধ্যাপিকা, কর্মীবৃন্দের উপর সকল শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করতে হবে। তিন, পূর্বিতা বাংলোর বেআইনি দখল মুক্ত করতে হবে। সেন্ট্রাল অফিসের সামনে জমায়েত করে মাইকে ছাত্র ও অধ্যাপক সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। তাঁরা পৌষমেলা সহ বিশ্বভারতীতে অচলাবস্থা কাটিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন। কারণ এখনো পর্যন্ত বিভিন্ন বিষয়ে ছাত্র ছাত্রী, কর্মী থেকে অধ্যাপকদের উপর প্রতিশোধমূলক সাসপেনশন ও শাস্তির খাড়া ঝুলছে। ভিবিউফা অধ্যাপক সংগঠনের সদস্য অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, পৌষমেলা শুধু আমাদের দাবি নয়। পৌষমেলার সাথে সবার আবেগ জড়িয়ে আছে। জমায়েতের আগে ভিবিউফা অধ্যাপক সংগঠন এবং কর্মীসভা সবাই চিঠি লিখে এই জন সমাবেশে নৈতিক সম্মতি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct