গাঁয়ের হেমন্ত
ইলিয়াছ হোসেন
হেমন্তের সকালে গাঁয়ের রাস্তাঘাট ফসলের মাঠ-
সবুজ অরণ্যে দেখা যায় আবছা কুয়াশা
মৃদু শীত সতেজ করে শরতের তপ্ত দেহ ও মন
পুবের রবির আলোয় ঝলমল করে সবুজ ঘাসের
শুভ্র শিশির কণা,
ক্ষেতের পাকা আমন ধান কৃষকের মুখে ফুটায় হাসি
ঘরে ঘরে শুরু হয় নতুন চালের পিঠাপুলির উৎসব।
গ্রাম্য পণ্য নিয়ে মাঠে বসে গ্রামীণ ঐতিহ্য গ্রাম্য মেলা
বাচ্চারা বাঁশি বাঁজিয়ে নাগরদোলায় চড়ে হয় উল্লসিত
পুষ্পবনে শোভা পায় সুরভিত শিউলি কামিনী মল্লিকা-
গন্ধরাজ ছাতিম ফুল যা মনকে করে বিভোর,
একসময় টাটকা শাক সবজি নিয়ে আগমন ঘটে শীতের
শীতকে অভ্যর্থনা জানিয়ে গাঁ থেকে বিদায় নেয় হেমন্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct