দেবাশীষ পাল, মালদা, আপনজন: রেশনে পোকা যুক্ত চাল দেওয়ার অভিযোগ তুলে ধনরাজ গ্রাম এলাকায় বিক্ষোভে গ্রাহকদের।বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের ধনরাজ গ্রাম এলাকায়। প্রতিনিয়ত পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রেশন গ্রাহকদের।সাথে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে।ঘটনায় ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি স্থানীয় গ্রাহকদের। জানাগেছে ধনরাজ গ্রামের রেশন ডিলার ফুল মোহাম্মদ। বৃহস্পতিবার গ্রামবাসীদের জন্য দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রি প্রদান শুরু করতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গ্রাহকদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রি প্রদান করে ডিলার। পোকা যুক্ত চাল সকলকে দেয়া হচ্ছে। এই ধরনের চাল খেলে সকলে অসুস্থ হয়ে পড়বে বলে অভিযোগ গ্রাহকদের।ঘটনায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct