আপনজন ডেস্ক: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বুধবার বলেছেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল।মৈত্র বলেন, আদানি গ্রুপের কয়লা কেলেঙ্কারির তদন্তের জন্য সিবিআইয়ের প্রথমে এফআইআর দায়ের করা উচিত। ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে উপহারের বিনিময়ে আদানি গ্রুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে লোকসভায় প্রশ্ন করার জন্য মৈত্রকে অভিযুক্ত করেছেন বিজেপি সাংসদ। বিষয়টি লোকসভার নৈতিকতা কমিটি খতিয়ে দেখছে। মহুয়া কোনও আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এক পোস্টে দুবে লিখেছেন, ‘আমার অভিযোগের ভিত্তিতে লোকপাল আজ অভিযুক্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার বিনিময়ে দুর্নীতিতে জড়িত থাকার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে লোকপালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মহুয়া মৈত্র লেখেন, ‘মিডিয়া আমাকে ফোন করায় আমার উত্তর: ১. ১৩ হাজার কোটি টাকার আদানি কয়লা কেলেঙ্কারিতে সিবিআইকে প্রথমে এফআইআর দায়ের করতে হবে। ২. স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের ছাড়পত্র নিয়ে এফপিআই মালিকানাধীন আদানি সংস্থাগুলি কীভাবে ভারতীয় বন্দর ও বিমানবন্দর কিনছে তা জাতীয় নিরাপত্তার বিষয়। তারপর সিবিআই আসতে স্বাগত জানাবে, আমার জুতা গুনবে। গত ২১ অক্টোবর সংসদে প্রশ্ন তোলার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী লোকপালের কাছে অভিযোগ দায়ের করেন দুবে।দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সাথে আপস করার ও অভিযোগ করেছিলেন।অন্যদিকে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তকারী সংসদীয় কমিটি তার সাংসদ পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ৫০০ পৃষ্ঠার রিপোর্টে, কমিটি মহুয়া মৈত্রের কাজকে অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক বলে বর্ণনা করেছে। কমিটি মহুয়ার কঠোর শাস্তি দাবি করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct