আপনজন ডেস্ক: দিল্লিতে মিম সভাপতি এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির সরকারি বাসভবনে হামলার অভিযোগের পর পুলিশ মামলা দায়ের করেছে। এই হামলার পর ওয়াইসি বলেন, একদিকে মুসলমানদের বাড়িতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে সাংসদের বাড়িতে পাথর ছোড়া হচ্ছে। তিনি আরও বলেন, এর পিছনে সেই একই লোক রয়েছে যারা ট্রেনে ইউনিফর্ম পরে সন্ত্রাস দেখিয়েছিল ও যারা মুসলমানদের মব লিঞ্চিং করে। তাই প্রধানমন্ত্রীর উচিত কথা বলা উচিত। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার ওয়াইসির সরকারি বাংলোর কেয়ারটেকার অভিযোগ করেন, কেউ বাংলোর জানালা ভেঙে দিয়েছে। অভিযোগের পর সংশ্লিষ্ট থানার পুলিশের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct