আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: ঘরের ছাদ ভেঙে গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে রাতে নদীয়ার নবদ্বীপ পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের আগমেশ্বরী পাড়া তামালতলা রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ওই এলাকার বাসিন্দা শিব শংকর দাসের বৃদ্ধা মা ঘরে ছিলেন। সেই সময় হঠাৎ ঘরের ছাদ তার উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের চাঙরের তলায় চাপা পড়ে গুরুতর জখম হন সাবিত্রী দাস (৮৫) নামের ওই বৃদ্ধা। প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জকমি বৃদ্ধাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct