নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, আপনজন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হয়েছিল হামলা। ভাঙচুর হয়েছিল মন্ত্রী বিরবাহা হাঁসদা’র গাড়িতে। আদিবাসী কন্যার সমর্থনে একত্রিত হয়েছে ১৪টি আদিবাসী সংগঠন। যৌথমঞ্চের নাম ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস অফ ওয়েস্ট বেঙ্গল’। সেই মঞ্চ আগামী ৮ জুন বাংলা বনধের ডাক দিয়েছে।গত শনিবার বাঁকুড়া জেলার রাঢ় অ্যাকাডেমি’তে কনভেনশন করে এই যৌথমঞ্চ গঠন করা হয়। জানা গিয়েছে, বিরবাহার গাড়িতে আক্রমণের প্রতিবাদেই এই বনধ। সেই সঙ্গে আদিবাসী সংগঠনের হুঁশিয়ারি, নিজেদের দাবিদাওয়া’র দাবিতে আন্দোলন হবে জোরদার।উল্লেখ্য, অভিষেক কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছিল ঝাড়গ্রাম পুলিশ। অভিযোগ দায়ের করেছিলেন মন্ত্রীও। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জন। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক রাজেশ ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই খড়গপুর থেকে তাঁর বদলি হয়েছে কোচবিহারে। অন্যদিকে কুড়মিদের দাবি, কনভয় হামলার ঘটনায় তাঁরা যুক্ত নয়। বহিরাগতরা এই কাজ করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct