আপনজন ডেস্ক: উল্লেখযোগ্য হারে মৃত্যুদন্ড বেড়েছে সিরিয়ায়। সিরিয়ার নতুন ইসলামপন্থি নেতারা গত তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বেশিরভাগই সিরিয়ার পলাতক প্রাক্তন প্রেসিডেন্ট আসাদ আল-বাশারের আমলের কর্মকর্তা।
এই নিয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ৩৫ জনের প্রাণহানির গুরুতর লঙ্ঘন ও সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর পরই গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। হোমস এলাকায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই গোষ্ঠীগুলো বিশৃঙ্খল পরিস্থিতি, অস্ত্র পাচার এবং নতুন কর্তৃপক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
উল্লেখ্য, ২০০০ সালে বাবা হাফিজ আল আসাদের পর সিরিয়ার শাসন ক্ষমতায় বসেন বাশার। ২৪ বছর সিরিয়ার গদিতে ছিলেন। গত ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়ার। শেষ কয়েক মাসে বিদ্রোহী গোষ্ঠী দখল করতে থাকে একের পর এক এলাকা। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামাস্কাস দখল করতেই পতন হয় আসাদের সাম্রাজ্যের।
বর্তমানে রাশিয়াতে আশ্রয়ে রয়েছে আসাদ। তার উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে পুতিন সরকার। কোনও রকম রাজনৈতিক কার্যকলাপে যোগ দিতে আপাতত নিষেধ করা হয়েছে তাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct