সুব্রত রায়, শালবনি, আপনজন: জঙ্গলমহলে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বলে মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনিতে অভিষেকের তৃণমূলে নবজোয়ার যাত্রার সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী এই সতর্কবার্তা দেন। পাশাপাশি যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাঁদেরকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অভিষেকের বক্তব্য রাখার পর ভাষণ দিতে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। যারা কয়েকদিন ধরে ক্রমাগত আক্রমণ করছেন, রেললাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, কারোর বাড়ি ভাঙছেন, কারো গাড়ি ভাঙছেন, এখানে জাতিদাঙ্গা করার চেষ্টা করছেন, তাঁরা মনে রাখবেন যদি ভালভাবে থাকতে হয়, আপনাদের মাথায় ছাতা আমি ধরব। আর যদি মনে কররেন টাকা খেয়ে বিজেপির রাজনীতি করবেন, মুখোশ পরে বিজেপির স্লোগান আর সামনে রামবাম, তাহলে বরদাস্ত করব না।’পাশাপাশি এদিন অভিষেকের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরবাহার গাড়ি ভাঙচুর নিয়েও মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, কুড়মিরা অভিষেকের কনভয়ে হামলা করেনি। কুড়মিদের নামে বিজেপি এই কাজ করেছে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার উপর হামলার ঘটনার বিরুদ্ধে সুর চরান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘বীরবাহা সিনেমা, নাটকে কাজ করে। তাঁর গাড়ি ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’বড় নেতা শ্রীকান্ত মাহাতো। নিজে মাহাতো হয়েও মাহাতোদের কথা বলে না। জোর গলায় স্পষ্ট উত্তর দিতে পারে না। শালবনির সভা থেকে কুড়মি ইস্যুতেও এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি শালবনির বিধায়কের নাম ধরে আলতো ধমক দেন। তাঁর প্রশ্ন, ‘কেন জোর গলায় বলতে পার না?’ এরপরেই তৃণমূল নেত্রীর প্রশ্ন, ‘চোর না ডাকাত আমরা?’ এদিন তিনি বলেন, কুড়মি দাবিদাওয়া নিয়ে রাজ্য ৪ বার চিঠি দিয়েছে কেন্দ্রকে। তবু কেন্দ্র উদ্যোগ নেয়নি। মমতা বলেন, কুড়মিদের নিয়ে বোর্ড তৈরি করেছেন তিনি। ‘মাহাতো’ দাবি মেনে পুরুলিয়ায় হাসপাতালের নামকরণ হয়েছে। হয়েছে কুড়ামালি ভাষা শিক্ষার ব্যবস্থা। উল্লেখ্য, গতকাল কুড়মি বিক্ষোভকারীদের ভেতর থেকে হামলা চলেছে অভিষেকের কনভয়ে। এই নিয়ে মমতা বলেন, তিনি বিশ্বাস করেন কুড়মি ভাই-বোনেরা এই কাজ করেননি। তাদের ভেতর কেউ ঢুকে এই কাজ করেছে। বিজেপি উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন। দাবি, কুড়মি-আদিবাসী জাতিদাঙ্গা লাগাতে কোটি কোটি টাকা ঢালছে বিজেপি। মমতা বলেন, ‘আমার বাঁ হাত কুড়মি হলে, ডান হাত আদিবাসী’। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান। কথা বলেন ভর্তি থাকা রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে। এছাড়াও তিনি জানতে চান চিকিৎসা পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা। সদ্যোজাত শিশু দেখে আনন্দে তাঁর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মায়ের অনুরোধে শিশুর নামকরণও করলেন মুখ্যমন্ত্রী।তার নাম দিলেন ‘সঞ্চিতা’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct