জয়প্রকাশ কুইরি, ঝালদা, আপনজন: বাগানে গেলে চোখ জুড়িয়ে যাবে। বড় বড় পেয়ারা কোথাও আবার মাদ্রাশি ওল কোথাও অন্যান্য ফসলে এই ৩৮ ডিগ্রির গরমেও সবুজে ঝলমল করছে ঝালদা থানার প্রত্যন্ত পুস্তি গ্রাম পঞ্চায়েত এলাকার হেসলা গ্রামের সঞ্জয় কুইরির বাগান। শুধুমাত্র উদ্যান পালনের মাধ্যমেই মানুষকে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তিনি। এখন সেই বাগানে নিয়মিত ফলছে উন্নত জাতের পেয়ারা, কাগজী লেবু, আম। মাত্র দেড় একর জমিতে সোনা ফলিয়ে দিয়ে তিনি বেকার যুবক যুবতীদের বিকল্প কৃষিতে এক নতুন আয়ের দিশা দেখাচ্ছেন। বহুদিন আগে ঝালদার হেসলা গ্রামের ওই কৃষক সঞ্জয় কুইরি বন দপ্তরের উদ্যান পালন বিভাগের কাছ থেকে ফলের চারা নিয়ে এসেছিলেন বলে তিনি জানান। আর সেই চারা বসানোর সঙ্গে সঙ্গে তার যেন মায়া বসে যায় উদ্যান পালনের উপর। চার পাঁচ বছর ধরে পরিচর্যা করে সেই গাছই এখন ফল এসেছে এবং এতো বেশী পরিমানে ফল এসেছে যে বাজারে বিক্রি করে তিনি দুটো টাকার মুখ দেখছেন। বলছেন পুরুলিয়ার বিভিন্ন এলাকার বন্ধ্যা জমিতে এভাবে উদ্যান পালন করলে কোন মানুষেরই অভাব থাকবে না। তিনি আরও জানান, সরকারী ভাবে যদি তিনি কোনরকম সহযোগিতা পান তিনি আরও বেশ কয়েকটি ফলের বাগানের পাশাপাশি আগামী দিনে তিনি তার বাগানের পাশের জমিতে একটি ফুলের বাগানও তৈরী করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct