নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আপনজন: অনলাইনে ট্যাক্স প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো হাওড়া পুরসভা। প্রতি বিলে থাকবে কিউ আর কোড। এর মাধ্যমে যাবতীয় তথ্যের পাশাপাশি অনলাইনে ঘরে বসেই বিল প্রদান করা যাবে। হাওড়া পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডা: সুজয় চক্রবর্তী এবিষয়ে সাংবাদিকদের বলেন, ট্যাক্স বিল আরও অত্যাধুনিক করা হল। এখন থেকে ট্যাক্স বিলে দেওয়া থাকবে কিউ আর কোড। এই কিউ আর কোড স্ক্যান করে শুধুমাত্র যে ট্যাক্সের ডিটেলস পাওয়া যাবে তাই নয় এর সঙ্গে অনলাইনেও ট্যাক্স প্রদান করা যাবে। মানুষ মিউটেশন করতে গেলে পুরনিগম এবার থেকে দেবে মিউটেশন সার্টিফিকেট। আগে মিউটেশনের সময় পুরনিগম লেটার ফর মিউটেশন দিত। এর ফরম্যাট প্রতিটি বোরোতে আলাদা ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে মিউটেশন করতে গেলে দেওয়া হবে মিউটেশন সার্টিফিকেট। এই ব্যবস্থা ২০২৩-২৪ আর্থিক বর্ষে গ্রহণ করা হবে বলে জানান তিনি। এর পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরনিগম। সেবিষয়ে সুজয়বাবু বলেন, অনেক সময় বিভিন্ন জায়গায় বাড়ি, জমি পড়ে থাকে। সেখানে মানুষ বসবাস করে না। ফলে সেই জায়গায় জঞ্জাল ফেলার জায়গা হয়ে যায়। এই কারণে তখন পাশের বাড়ির মানুষের অসুবিধা হয়। এমন অভিযোগ বিশেষ করে ডেঙ্গুর সময় বিভিন্ন এলাকা থেকে এসেছিল। এতদিন সেই অভিযোগ পেলে পুরনিগম নিজের খরচে সেই এলাকা পরিষ্কার করে দিত। এমন কি তালা দেওয়া কোনও জমি বা বাড়ির তালা ভেঙে পরিষ্কার করতে পুলিশ প্রশাসনের সাহায্যও নেওয়া হত। এবার তা পরিষ্কারের জন্য ওই জমি বা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হবে। ট্যাক্স বিলে রিকভারি কস্ট হিসেবে টাকা যুক্ত করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct