আপনজন ডেস্ক: দলের প্রয়োজনে বড় বড় ছক্কা মারতে পারতেন। এর চেয়েও বেশি পরিচিত ছিলেন পোশাকের স্টাইল আর নায়কসুলভ চেহারার কারণে। ভারতের ক্রিকেটে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয়ের নায়কও তিনি। ভারতীয় ক্রিকেটের সেই ‘নায়ক’ আর নেই। ৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সেলিম দুরানি। গুজরাটের জামনগরে ছোট ভাই জাহাঙ্গীর দুরানির সঙ্গে থাকতেন ভারতের সাবেক অলরাউন্ডার সেলিম দুরানি। জানুয়ারি মাসে পড়ে গিয়ে হাড় ভেঙে গিয়েছিল তাঁর। এর জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাঁকে। তখন থেকেই ছিলেন শয্যাশায়ী। সেই শয্যা থেকে আর ওঠা হলো না সেলিম দুরানির। ১৯৬১-৬২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে ভারত। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। সেই সিরিজে ভারতের জেতা দুই ম্যাচে ৮ ও ১০ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাাঁহাতি স্পিনার দুরানি। ভারতের হয়ে ২৯ টেস্টে ২৫.০৪ গড়ে ১২০২ রান করেছেন দুরানি, আছে ৭টি ফিফটি ও ১টি সেঞ্চুরি। আর বল হাতে নিয়েছেন ৭৫ উইকেট। সেলিম দুরানির মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী টুইট করেছেন, ‘ভারতের ক্রিকেটারদের মধ্যে অন্যতম বর্ণাঢ্য চরিত্র সেলিম দুরানি। শান্তিতে ঘুমান আপনি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct