রঙ্গিলা খাতুন, খড়গ্রাম, আপনজন: শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে হাজার খানেক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছিলেন। কংগ্রেসের যোগদান সভার পাল্টা সভার আয়োজন করেছিল খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার অধীর রঞ্জন চৌধুরীর সভার একই মাঠে খড়গ্রাম নগর পীরতলা মাঠে তৃণমূলের পক্ষ থেকে কর্মীসভা এবং যোগদান সভার ব্যানারে একটি সভার আয়োজন করা হয়। কিন্তু লজ্জায় মুখ পুড়ল তৃণমূলের। সভা শুরুর পর কোনো কর্মী যোগদানের জন্য না আসায় বাধ্য হয়ে ব্যানার খুলে ফেলেন তৃণমূল নেতৃত্ব। পরিশেষে কোনো ব্যানার ছড়ায় তৃণমূলের বাকি সভা হল। যদিও খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জতের দাবি “ সভায় লোক বেশি হবার কারণে যোগদান করানোর জায়গা পাওয়া যায়নি তাই ব্যানার খুলে ফেলেছি, পরে কোনো একটি দিন ধার্য্য করে যোগদান করানো হবে কর্মীদের। “ এ বিষয়ে সাংবাদিকতারা যোগদান সভার ব্যানার টাঙানো নিয়ে প্রশ্ন করলে বলেন “ আসলে যোগদান সভায় ছিল কিন্তু যেটা অন্যদিন “অন্যদিকে সভা শুরুর সময় মাঠ কানায় কানায় ভর্তি থাকা সত্ত্বেও সাংসদ খলিলুর রহমান বক্তব্য রাখাকালিন কর্মীদের একাংশ সভা ছেড়ে উঠে যায়। অধীরের যোগদান সভার পাল্টা তৃণমূলের যোগদান সভা তাই সেভাবে আকর্ষণীয় হয়ে উঠল না বড় নেতা কেউ যোগ না দেওয়ায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct