আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সংসদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য উদ্ধৃতি করে জানিয়েছে দেশজুড়ে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে থাকা ৩,৬৯৩টি স্মৃতিসৌধের মধ্যে ৫০ টি পর্যন্ত নিখোঁজ রয়েছে। এখনও অবধি সেই সব মনুমেন্ট বা স্মৃতিসৌধের হদিশ পাওয়া যাচ্ছে না। কোথাও ছিল সেই মনুমেন্টগুলো তা-ই বুঝতে পারছেন না পুরাতত্ত্ববিদরা। এই সব স্মৃতিসৌধগুলির দেখভালের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা পুরাতত্ত্ব বিভাগ। যা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন। তাদেরই নিরাপত্তায় থাকা ৫০টি স্মৃতিসৌধেরই খোঁজ মিলছে না। গত ৮ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রক এই ব্যাপারে তাদের রিপোর্ট সংসদে জমা দিয়েছে। রিপোর্ট জমা দেওয়া হয়েছে সংসদের পরিবহণ, পর্যটন, সংস্কৃতি মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে। এই রিপোর্ট বা প্রতিবেদনের নাম দেওয়া হয়েছে, ‘ভারতে নিখোঁজ স্মৃতিস্তম্ভ এবং স্মৃতিস্তম্ভের সুরক্ষা সম্পর্কিত সমস্যা’। এই রিপোর্টে সংস্কৃতি সচিব গোবিন্দ মোহন, এএসআইয়ের ডিরেক্টর জেনারেল ভি বিদ্যাবতী ও এএসআইয়ের প্রবীণ আধিকারিকদের বক্তব্যের উল্লেখ আছে। ২০২২ সালের ১৮ মে-এর আগে ওই আধিকারিকরা তাদের বক্তব্য জানিয়েছেন। রিপোর্টে তারা লিখেছেন, ‘এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে থাকা বেশ কয়েকটি স্মৃতিসৌধকে দ্রুত নগরায়নের কারণে, জলাধার এবং বাঁধের জলে ডুবে যাওয়ার জন্য এবং দুর্গম অবস্থানের কারণে চিহ্নিত করা যায়নি।’ নিখোঁজ স্মৃতিসৌধগুলোর মধ্যে ১১টি উত্তরপ্রদেশের। পাশাপাশি দিল্লি এবং হরিয়ানায় দুটি স্মৃতিসৌধ। এছাড়া আসাম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্মৃতিসৌধও আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) বক্তব্য অনুযায়ী, এই সব স্মৃতিসৌধের মধ্যে ১৪টি দ্রুত নগরায়নের জন্য হারিয়ে গেছে। ১২টি জলাধার বা বাঁধের জলে ডুবে গিয়েছে। আর, বাকি ২৪টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে এএসআইয়ের কর্তারা বলেছেন, ‘এই ধরনের অনেক ক্ষেত্রেই শিলালিপি বা স্মৃতিসৌধের নির্দিষ্ট কোনও ঠিকানা নেই। সেগুলো স্থানান্তরিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলোকে চিহ্নিত করাও কঠিন। কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলোর একটি বড় অংশকে ১৯৩০, ১৯৪০ এবং ১৯৫০-এর দশকে চিহ্নিত করা হয়েছিল। স্বাধীনতার পরে সেই সব স্মৃতি সৌধের অনেকগুলিই নিখোঁজ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct