নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বর্ষবরণের আগে কলকাতা শহরে ফের তাপমাত্রা নিম্নমুখী হবে । এদিকে সোমবার তাপমাত্রা বেড়ে রাজ্যে ২০ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। যা ১৮ বছর আগের রেকর্ডকে ছুঁয়েছে বলে দাবি করে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দপ্তরের অন্যতম অধি কর্তা গণেশ কুমার দাস এই খবর জানান তিনি বলেন সিকিমে তুষারপাত হবে কিন্তু দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে রাজ্যের অন্য কোথাও আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার ঘন কুয়াশা দেখা দিতে পারে রাজ্যের বেশ কিছু জেলাতে। কলকাতাতেও কুয়াশার হালকা প্রভাব থাকবে । গণেশ বাবু জানান, এই মুহূর্তে আমাদের রিজেনে নর্থ ইস্ট উইন্ড একবারে নেই। আসছে সাউথ ওয়েস্ট উইন্ড। আর এই সাউথ ইস্ট উইন্ড প্রচুর মশ্চার নিয়ে আসছে আমাদের রাজ্যে। ফলে আমাদের তাপমাত্রা বেড়েছে। ২০ ডিসেম্বরের পর এত হাই টেম্পারেচার দেখা যায় না। এর আগে ২০০৪ সালে দেখা গিয়েছিল হাই টেম্পারেচার। একুশে ডিসেম্বর তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রী। এর আগে হয়েছিল ২০১৩ সালে ২৪ ডিসেম্বর ২৯.১ডিগ্রি। সাউথ স্টেল উইন্ড যতদিন থাকবে শীত আমাদের রাজ্যে কোথাও থাকবে না কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে। আগামীকালও এই টেম্পারেচারই থাকবে। কিন্তু খানিকটা দুর্বল হয়ে যাবে। ২৮ তারিখ দিয়ে সেকেন্ড হাফ তখন সাউথ স্টাইলি উইন্ড থাকবে না । একটা হাই প্রেসার জোন আছে । সেটাও থাকবে না। ফলে বুধবার থেকে আবার তাপমাত্রা কমতে শুরু হবে। ২৯ , ৩০ ডিসেম্বর নাগাদ কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে।
দিনের তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৬ ডিগ্রীর কাছাকাছি। বছর শেষের আগে একটা আমরা ছোট্ট ঠান্ডার অংশ দেখতে পাব বলে আশা প্রকাশ করেছেন গণেশ কুমার দাস। রাজ্যে কুয়াশা আজ আর আগামীকাল থাকবে সকালের দিকে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির এই মুহূর্তে কোন কোথাও চান্সেস নাই। সিকিমের দিকে স্নোফলের চান্সেস আছে। আর দার্জিলিং এর দিকে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে. এই মুহূর্তে আমাদের রিজিনের কোন সিস্টেম নাই। কাল সাউথ এন্ড নর্থ ২৪ পরগনা আর মিদনাপুরে কুয়াশার অংশ বেশি থাকবে। আর কলকাতার ক্ষেত্রে খুব মড্রেট লাইট কুয়াশা থাকবে। আরবিলিটি ৫০০ মিটারের কাছাকাছি থাকবে। আর কষ্টের দিকে রিজাবিলিটি থাকবে ২০০ বা ২০০ একটু কম। পার দিয়ে ওয়েদার চেঞ্জ এর অনেকটাই পসিবিলিটি রয়েছে। বছরের শেষে ১৪ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct