অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সীমান্তবর্তী প্রান্তিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি করতে উদ্যোগী হলেন চেয়ারম্যান। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোস হাঁসদা ফকিরগঞ্জ জুনিয়র বেসিক স্কুল পরিদর্শনে যান। উল্লেখ্য, যে কোনও বিদ্যালয়ের সাফল্যের মন্ত্রটি ভর্তি স্তর থেকে শুরু হয় যখন প্রতিটি শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ভর্তি হন। আর দিন কয়েক পরেই শুরু হতে চলেছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি করন ও পঠন-পাঠন কর্মসূচি। ঠিক তার পূর্ব মুহূর্তে পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়িয়ে তুলতে এদিন কুমারগঞ্জ উত্তরচক্রের অন্তর্গত ফকিরগঞ্জ জুনিয়র বেসিক স্কুলে পরিদর্শনে যান চেয়ারম্যান। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জেলা জুড়ে তৃতীয় পার্বিক মূল্যায়ন চলাকালীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী প্রান্তিক এই বিদ্যালয় পরিদর্শনে যান চেয়ারম্যান। সেখানে তিনি খতিয়ে দেখেন বিদ্যালয়ের পঠন-পাঠন, মূল্যায়ন ব্যবস্থা সহ পরিকাঠামোগত নানা বিষয়। সবশেষে তিনি বিদ্যালয়ের পড়ুয়াদের পুরস্কৃত করেন ও পড়াশোনার ব্যাপারে উৎসাহিত করেন। শুধু তাই নয় নতুন শিক্ষা বর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পড়ুয়া ও তাদের অভিভাবকদের উৎসাহিত করেন। পাশাপাশি এদিন একজন দুঃস্থ ও প্রতিবন্ধী ছাত্রকে হুইলচেয়ার প্রদান করেন এবং তাকে পড়াশোনার বিষয়ে উৎসাহিত করেন।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোস হাঁসদা জানান, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। এলাকার অভিভাবক-অভিভাবিকা থেকে শুরু করে সকলের খুব ভালো সাড়া মিলছে। এলাকার একটি ও বাচ্চা যাতে করে স্কুলছুট না হয়ে পড়ে সেজন্য সকলকে আমি বার্তা দিয়েছি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সমস্ত শিশুরা যাতে বিদ্যালয় মুখি হয় সেই বিষয়ে উদ্যোগ নেবার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক ভাবিকাদের বুঝিয়েছি। মনোজিৎ বাস্কে (৯) নামে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হাতে জেলা প্রকল্প আধিকারিক এর সহায়তায় একটি হুইলচেয়ার তুলে দেয়া হয়েছে। তাকে সব রকম ভাবে সহযোগিতা করা হবে।’ এ বিষয়ে ফকিরগঞ্জ জুনিয়র বেসিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দিব্যেন্দু সরকার বলেন, ‘আমাদের বিদ্যালয়ের পড়াশোনার মান বরাবরই ভালো। শিক্ষক মহাশয়রা এ ব্যাপারে যথেষ্ট যত্নশীল। আমরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সাহেবের অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরো উন্নতির চেষ্টা করব।’এদিন ফকিরগঞ্জ জুনিয়র বেসিক স্কুল পরিদর্শনের সময় দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোস হাঁসদা ছাড়াও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুকলাল হাঁসদা, বিশিষ্ট শিক্ষক তমাল কর, নেতাজি সরকার সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct