আপনজন ডেস্ক: দেশজুড়ে এখন অভিন্ন দেওয়ািন বিধি প্রচলনের চেষ্টা চলছে। এর উদ্দেশ্য হল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বা মুসলিমদের ব্যক্তিগত আইনের হস্তক্ষেপ। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনাপুর থানার অন্তর্গত চৌহাটিতে মদিনানগর ইসলামিক এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দারুল উলুম তাজবিদুল কুরআন মদিনা নগরে এক হাজি সংবর্ধনা, হজ প্রশিক্ষণ ও দোয়ার মজলিশে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারক ইন্তাজ আলি শাহ। এদিন মদিনা নগর মাদ্রাসার দ্বিতলে হাজি সংবর্ধনার উপলক্ষে আয়োজিত সভায় বিশিষ্টজনদেরও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্তাজ আলি শাহ বলেন, বছর দশের আগে উমরাহ করার যে ব্যবস্থা ছিল সৌদি আরবে এখন তা আমূল পাল্টে গেছে। এখন তাওয়াক্কালনা অ্যাপে নাম রেজিষ্ট্রি করে তবেই সহজভাবে তাওয়াফ থেকে শুরু করে হাজরে আসওয়াদে চুম্বন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই তিনি এ ব্যাপারে উমরাহ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
এছাড়া, ইন্তাজ আলি শাহ আরও বলেন, মাদ্রাসাকে শুধু আরবি শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ইংরেজি শিক্ষাদানের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে যুগের সঙ্গে তাল মেলাতে। এই প্রসঙ্গে তিনি দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এখন অপশক্তি চেষ্টা চালাচ্ছে মুসলিমদের ব্যক্তিগত আইনকে মান্যতা না দিতে। দেশে আইনত ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দেওয়ার রীতি থাকলেও ইসলামি আইনে মুসলিম মেয়েদের বিয়ে দেওয়া আইনত সিদ্ধ। সেই ইসলামি আইনকে বুড়ো আঙুল দেখাতে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলনের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে জনমত তৈরির করা ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সদ্য উমরাহ পালন করে আসা বিশিষ্ট অাইনজীবী আনিসুর রহমান তার অভিজ্ঞতা বর্ণনা করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আবুল ফারাহ, হাফেজ আব্দুল মোমিন, প্রাক্তন আর্মি অফিসার নুর মুহাম্মদ, প্রদেশ কংগ্রেসের অন্যতম প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হাজি ইউসুফ মোল্লা, স্বাস্থ্য আধিকারিক রহমতুল্লাহ, ডা. সফিউল্লাহ, কাজী সইদুল, হাজি খোশদেল, হাজি মসিহুর রহমান, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মদিনা নগর ইসলামিক এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাজাহিরি। হাজিদের প্রশিক্ষণ দেন মাওলানা আবুল কালাম খান। হাফেজ আব্দুল মোমিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct