আপনজন ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদের ইমামকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী একটি গোষ্ঠী। এছাড়া তারা আরো কয়েকজন ফিলিস্তিনির নাম দিয়ে একটি তালিকা প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে।সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, কট্টরপন্থি ওই গোষ্ঠীটির টেলিগ্রাম চ্যানেলের নাম ‘নাৎসি হান্টার- ২০২৩’। চ্যানেলটিতে নাম প্রকাশের পাশাপাশি আল-আকসা মসজিদের ইমাম শায়েখ ইকরিমা সাবরিসহ অন্যান্য ফিলিস্তিনিদের ছবি ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ছবিগুলোর ওপর ‘ক্রস’ চিহ্নও এঁকে দিয়েছে তারা।ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে ‘নাৎসি হান্টার-২০২৩’ চ্যানেলটিতে লেখা হয়েছে, ‘এরা হলো সেই নাৎসি, যারা এখনো মুক্ত-স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে—এখনো তাদের হত্যা করা হয়নি।’ইমাম ইকরিমা সাবরির আইনি পরামর্শক দলের প্রধান খালেদ জাবারক্বা জানান, সাবরি তার বিরুদ্ধে জারি করা হুমকি সম্পর্কে সচেতন।সাবরি বলেছেন, ‘এই হুমকি ইসরাইল সরকারের অভ্যন্তরীণ উৎসের নির্দেশে চরমপন্থি ইহুদি গোষ্ঠীগুলো দিয়েছে।’জাবারক্বা আরো জানান, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক: জেরুজালেমের জর্ডান কনস্যুলেট ও অন্যান্য আরব দেশগুলোর কনস্যুলেটকে পরিস্থিতির তীব্রতা সম্পর্কে অবহিত করেছেন সাবরি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct