আপনজন ডেস্ক: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে তুমুল বৃষ্টি। তাতে ম্যাচ হয়ে গেল পণ্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল স্বস্তি। আইপিএলের প্লে-অফে খেলার আশা আরও উজ্জ্বল হলো দলটার। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য সেই বৃষ্টিই ছিল বিদায়ের ঘণ্টাধ্বনি। মাঠ ভেজা পড়ে রইল, শেষ হয়ে গেল কলকাতার আইপিএল ২০২৫ অভিযান।
এই মৌসুমে এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ পরিত্যক্ত হলো কলকাতার। কলকাতার ছিটকে যাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল এই দুটি ম্যাচের। অথচ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গত বছর কলকাতা ছিল দুর্দান্ত। একেবারে একপেশে ফাইনালে তারা উড়িয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। আর এবার? এবার তারা সেই রাজসিংহাসন হারিয়ে লিগ পর্ব থেকেই বিদায়।
এই অভিজ্ঞতা অবশ্য কলকাতার এবারই প্রথম নয়। তৃতীয়বারের মতো তারা শিরোপা জেতার পরের বছর লিগ পর্ব থেকেই ছিটকে পড়ল। কলকাতা প্রথম শিরোপা জিতেছিল ২০১২ সালে, গৌতম গম্ভীরের নেতৃত্বে। কিন্তু পরের বছর তারা প্লে-অফেও উঠতে পারেনি। ২০১৪ সালে আবার চ্যাম্পিয়ন, ২০১৫-তে আবার একই পরিণতি। এই বছরও সেই ইতিহাসটা ফিরল।
পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। এর মধ্যে তিনবার শিরোপা জেতার পরের মৌসুমে (২০১৬, ২০১৮ ও ২০২১) তাদের বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই।
অবশ্য লজ্জার এই রেকর্ডে কলকাতা একাই নয়, তাদের আগেই এই অভিজ্ঞতা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের। পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। এর মধ্যে তিনবার শিরোপা জেতার পরের মৌসুমে (২০১৬, ২০১৮ ও ২০২১) তাদের বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়েরও এই অভিজ্ঞতা হয়েছে দুবার। তবে সবার আগে এই দুর্ভাগ্যের শিকার হয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা পরের আসরেই ছিটকে পড়েছিল লিগ পর্ব থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct