আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছেন তিনি। এছাড়া, গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছেন তিনি। অবশ্য নেতানিয়াহুর এসব শর্তের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।
নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটিতেই রাজি আছেন তিনি। উইটকোফের প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময়ে ১০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে, নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতি চলাকালে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে, স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে, দখলদার নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে।
রবিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর বলেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। হোক সেটি উইটকোফের প্রস্তাব অথবা যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করার কাঠামোতে। যার মধ্যে থাকবে সব জিম্মির মুক্তি, গাজা থেকে হামাসের নির্বাসন এবং গাজাকে নিরস্ত্রীকরণ।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এখন তার অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে এই দখলদারের প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মানবে কিনা সেটিই দেখার বিষয়। এর আগে, গোষ্ঠীটি বলেছিল, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct