নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির তরফে তৃণমূলের রাজ্য সভার সাংসদ ও জেলা অবজারভার সামিরুল ইসলামের কাছে ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবিতে দাবি পত্র তুলে দেওয়া হলো মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজকে সার্কিট হাউসে। সেখান থেকে মাননীয় সাংসদ মহাশয় কোচবিহার জেলা শাসকের ফোন করেন এবং সেতুর বিষয়টি জানতে চান। জেলাশাসক মহাশয় বিশেষভাবে কমিটির সদস্যদের ডেকে নিয়ে সেতুর বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ ধরে ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন রাজ্য সরকারের কাছে সেতু তৈরির জন্য সার্ভে রিপোর্ট পাঠিয়েছে। মাননীয় সংসদ মহাশয় আমাদের প্রতিশ্রুতি দেন সেতু যাতে তৈরি হয় তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি দাবি পত্র তুলে দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি আশ্বাস দেন আগামী আসন্ন মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরে সেতুর বিষয়ে ভালো কিছু শুনতে পাবেন কোচবিহার বাসী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct