নিজস্ব প্রতিবেদক, বীরভূম, আপনজন: সাতসকালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পাওয়া মাত্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার মহঃ বাজার থানার হিংলো পঞ্চায়েতের চন্দ্রপুর গ্রামের অদূরে। খবর পেয়ে মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। গুলিবিদ্ধ ব্যাক্তির পরিচয়ে জানা যায় তার নাম সুজয় মন্ডল (৩৫),বাড়ি স্থানীয় থানার হিংলো পঞ্চায়েতের চন্দ্রপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায় যে, সুজয় মন্ডলের পাথরের ক্যাশার ও পাথর খাদানের ব্যবসা ছিল। স্থানীয় সূত্রে খবর যে, কিছুদিন আগেই গ্রাম্য বিবাদের জেরে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সুজয় মণ্ডলকে গ্রেফতার পর্যন্ত করে এবং জেল হাজতে পাঠানো হয়। পুজোর আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। একমাস পার হতে না হতেই শুক্রবার সকালে তার বাড়ি মিত্রপুর গ্রাম থেকে প্রায় ৭০০মিটার দূরে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশেই ছিল তার চারচাকা গাড়ি। পাশেই মূল রাস্তার উপরে তার গুলিবিদ্ধ দেহ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct