নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: বৃহস্পতিবার বাউল সম্রাট লালন ফকিরের প্রয়াণ দিবস। বিতর্ক থাকলেও এই দিনটিকে জন্মদিন বলেও মানা হয়। এই উপলক্ষে রোডম্যাপ পত্রিকার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অনলাইন সেমিনার। সম্পাদক এম এম আব্দুর রহমানের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমি মন্ডল। লালন দর্শন : দেশ ও সমাজ গঠনের প্রেক্ষিত শিরোনামে বক্তারা আলোচনা করেন। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও লালন গবেষক ড. রমজান আলি। এছাড়াও বক্তব্য রাখেন কিশোরি মন্ডল, দীপনারয়ন মন্ডল, মুবাইদুল ইসলাম মোল্লা, মতিয়ার রহমান ও সাহিত্যিক ইসমাইল দরবেশ। লালনগীতি পরিবেশন করেন লোকসংগীত শিল্পী সম্বিতি পোদ্দার, লোককবি উত্তম সরকার, চন্দন বাউল, সাহেদ রেজা। বক্তারা বলেন, লালন জাত ব্যবস্থার ঘোরতর বিরোধী ছিলেন। বর্তমানে দেশে মানুষ জাত ও বর্ণবৈষম্যের শিকার, তা থেকে মুক্তি পেতে লালন ফকিরের সমাজ দর্শন আজ খুবই প্রাসঙ্গিক। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি পরিমল বিশ্বাস, সমীরণ বিশ্বাস প্রমুখ। স্বরচিত গান গেয়ে শোনান উপানন্দ বাড়ৈ। এই অনলাইন সেমিনারে প্রায় সত্তরজন কবি সাহিত্যক উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct