আপনজন ডেস্ক: দ্বিতীয় টেস্টে ১৫২ রানে জিতে তিন টেস্টের সিরিজে সমতায় ফেরা পাকিস্তান এবার জিতে নিল সিরিজও। নোমান-সাজিদের নজরকাড়া পারফরম্যান্সে শেষ টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
মুলতানে সমতায় ফেরানো দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দুই ইনিংসের সবকটি উইকেট নিজের পকেটে পুরেছিলেন দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান। শেষ টেস্টে এসেও নিয়েছেন ১৯ উইকেট।
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনে ২৪ রানে ৩ উইকেট হারানো সফরকারীরা তৃতীয় দিনে তুলেছে মাত্র ৮৮ রান। ১১২ রানে অলআউট হওয়ার আগে তাদের লিড মাত্র ৩৫ রানের। ছোট লক্ষ্য ১ উইকেট হারিয়ে সহজেই টপকে যায় পাকিস্তান।
এতেই সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন নোমান আলী ও সাজিদ খান। নোমানের ঝুলিতে ভরেছেন ৬ উইকেট এবং সাজিদের শিকার ৪ টি। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌদ শাকিল।
১৩৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নোমান (৪৫ রান) ও সাজিদ (৪৮ রান)।
২০২১ সালের পর ঘরের মাঠে সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজ হিসেবে ৪ টেস্ট পর। অধিনায়ক হিসেবে শান মাসুদেরও প্রথম সিরিজ জয়ও এটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct