আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: পৌষমেলার প্লট বুকিংয়ের টাকা বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ, হুড়োহুড়ি শান্তিনিকেতনে। এদিন থেকে শুরু হল পৌষমেলার প্লট বুকিং৷ প্রথম দিনেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রেট চার্ট প্রকাশ না করেই চার গুণ টাকা বৃদ্ধি করে প্লট দেওয়া হচ্ছে৷ শান্তিনিকেতন ট্রাস্ট জানায়, মেলার প্লট বুকিংয়ের ফি বৃদ্ধি নিয়ে কোন আলোচনাই বৈঠকে হয়নি৷ সব মিলিয়ে পৌষমেলার প্লট বুকিং নিয়ে চরম বিশৃঙ্খলা। যদিও, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, মানুষ খুব উৎসাহিত প্লট বুকিংয়ের জন্য। কোন ক্ষোভ-বিক্ষোভ নেই।৷ আর ফি বৃদ্ধি করা হয়নি। ২০১৯ সালের রেট বহাল রাখা হয়েছে। ২০১৯ সালে শেষবার পূর্বপল্লীর মাঠে পৌষমেলা হয়েছিল। তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ করে দেন।যা নিয়ে ক্ষোভ ছিল বোলপুর-শান্তিনিকেতনবাসীর৷ বহু টালবাহানার পর এবার পূর্বপল্লীর মাঠে হচ্ছে পৌষমেলা। তবে এই পৌষমেলার আয়োজক বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট নয়৷ এই মেলার আয়োজক রাজ্য সরকার৷ এদিন থেকে পৌষমেলার স্টলের জন্য প্লট বুকিং শুরু হয়। কিন্তু, ব্যবসায়ীদের অভিযোগ কোন রকম রেট চার্ট প্রকাশ না করেই প্লট বুকিং হচ্ছে। আর প্লট বুকিংয়ের জন্য ৪ গুণ ফি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ, ২০১৯ সালে প্রতি স্কোয়ার ফুট প্লট ২৫ টাকা ছিল। এবার ১০০ টাকা করা হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct