আপনজন ডেস্ক: চীনে চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫ কোটি মানুষ সম্ভবত করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিমের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন। তবে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) মতে, দেশে ৬২ হাজার ৫৯২ জনের করোনা উপসর্গ দেখা গেছে। যদিও সিএনএন এই সংখ্যাগুলো যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) এনএইচসি সভায় জানানো হয়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা রোগীদের চিকিৎসার বিষয়টিও সেই বৈঠকে আলোচনা করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, চীনের সোশ্যাল মিডিয়ায় গতকাল এনএইচসি বৈঠকের তথ্য ছড়িয়ে পড়ে। এনএইচসি মন্তব্যের জন্য সিএনএনকে অবিলম্বে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদি চীনের কর্মকর্তাদের হিসাব সত্য হয়, তবে দেশের ১৪০ কোটি মানুষের মধ্যে কমপক্ষে ১৮ শতাংশ ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা বিশ্বের একটি দেশের জন্য সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct