আপনজন ডেস্ক: সৌদি আরবে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ এক্সপো ২০২৩। হজের পরিষেবা উন্নত করতেই মসজিদে হাজিদের হজ এবং উমরাহ পালনের পদ্ধতি সহজ করার লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করার ঘোষণা দিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম । দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব ২০২৩ সালের জানুয়ারির শুরুতে হজ ও উমরাহ সেবার জন্য একটি সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজন করবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানায়, প্রদর্শনীটি জেদ্দায় অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীর উদ্দেশ্যই হবে দেশটির নতুন নতুন উদ্ভাবনী পরিষেবা এবং সমাধান নিয়ে আলোচনা করা এবং তীর্থযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা। এদিকে পবিত্র উমরাহ পালনে বিদেশিদের জন্য সর্বনিম্ন বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। এখন থেকে পাঁচ বছর বা তার বেশি বয়াস বিদেশিরা উমরাহ পালনের জন্য ভিসার আবেদন করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct