আপনজন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইসলামবিদ্বেষী কার্টুন ‘পোস্ট’ করে সমালোচনার মুখে পড়েছেন উত্তর প্রদেশ ও গুজরাট টাইটানসের পেসার যশ দয়াল। পরে এক বিবৃতিতে এ পেসার বলেছেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এমন পোস্ট তিনি দেননি।বিতর্কিত ‘ভালোবাসার জিহাদ’ তত্ত্বের একটি কার্টুন আজ দয়ালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। কিছুক্ষণ পর সেটি সরিয়ে নেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পরে। পরে আরেকটি পোস্টে দয়ালের আইডি থেকে বলা হয়, ‘স্টোরির জন্য দুঃখিত, এটা ভুলক্রমে পোস্ট করা হয়েছে। দয়া করে ঘৃণা ছড়াবেন না সমাজ এবং প্রতিটি সম্প্রদায়ের প্রতি আমার সম্মান আছে। ’তবে পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ আমার ইনস্টা অ্যাকাউন্ট থেকে দুটি স্টোরি পোস্ট করা হয়েছে, দুটির একটিও আমার মাধ্যমে হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারটি রিপোর্ট করেছি, আমার বিশ্বাস অন্য কেউ আমার অ্যাকাউন্টে ঢুকেছে এই পোস্ট দেওয়া জন্য। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছি আমি। আমি সব সম্প্রদায়কে সম্মান করি। যে ছবিটি শেয়ার করা হয়েছে, তা আমার আসল বিশ্বাসটি তুলে ধরে না। ’২০১৮ সাল থেকে স্বীকৃত ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে খেলছেন ২৬ বছর বয়সী দয়াল। এবারের আইপিএলে তিনি ছিলেন রানার্সআপ গুজরাট দলে। অবশ্য গত ৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান রিংকু সিংয়ের মারা ম্যাচের শেষ ৫ বলে ৫ ছক্কার শিকার হয়ে আলোচনায় আসেন এ পেসার।এরপর প্রায় এক মাস টাইটানসের হয়ে খেলতে দেখা যায়নি তাঁকে। যদিও গুজরাটের হয়ে এ মৌসুমে পরে আরও দুটি ম্যাচ খেলেন তিনি। ২০২২ সালের নিলামে তাকে দলে নিয়েছিল গুজরাট। সে মৌসুমে ৯.২৫ ইকোনমি রেটে বোলিং করে ১১টি উইকেট নিয়েছিলেন দয়াল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct