আপনজন ডেস্ক: মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেট তার মনোনয়ন অনুমোদন করেছে। সিনেটে চার্লস কুশনারের পক্ষে ভোট পড়ে ৫১ এবং বিপক্ষে ৪৫ ভোট পড়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রাক্তন আইনজীবী কুশনার ২০০৪ সালে কর ফাঁকিসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ফেডারেল কারাগারে বন্দী ছিলেন। পরবর্তীতে ২০২০ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে তিনি প্রেসিডেন্সিয়াল ক্ষমা লাভ করেন।
চার্লস কুশনারের ছেলে জ্যারেড কুশনার ২০০৯ সালে ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে বিয়ে করেন। ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জ্যারেড।
বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে তিনি কাজ করেছিলেন।
৭১ বছর বয়সী চার্লস কুশনার এমন এক সময়ে প্যারিসে দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ঐতিহাসিক মৈত্রী সম্পর্ক এবং ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
কুশনার সম্পর্কে ট্রাম্প নিজের ট্রুথ স্যোশালে লেখেন, চার্লস কুশনার একজন অসাধারণ ব্যবসায়িক নেতা। তিনি দানশীল ও যে কোনো চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে দক্ষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct