আপনজন ডেস্ক: টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছিলেন তিনি। এখন তাই তার দেখা মিলবে কেবল ওয়ানডে আর আইপিএলেই।
তবে তার সময় যে আর খুব বেশি বাকি নেই, তা আঁচ করে নিতে খুব একটা বেগ পেতে হয় না। এবার তার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানালেন, ক্রিকেট ছেড়ে দিলে একেবারে লোকচক্ষুর আড়ালেই চলে যাবেন কোহলি।
ভারতের এই কিংবদন্তি ব্যাটারের সামনে এখন আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের আরও ২ বছর বাকি। সেটাই যে হবে কোহলির শেষ অ্যাসাইনমেন্ট, এখন আর বিষয়টা অজানা কিছু নয়। তাই মেরেকেটে কোহলির ক্যারিয়ারে আর মাত্র দুই বছরই বাকি আছে। এরপর আর মাঠে দেখা যাবে না তাকে। না, এমসিসির ম্যাচ, কিংবা লিজেন্ডস লিগেও তাকে দেখা যাবে না। এমনটা কোহলি নিজেই গেল বছর জানিয়েছিলেন। বলেছিলেন, ‘যখন আমি ফুরিয়ে যাব, তখন আমি খেলাটা থেকে সরে যাব। অনেক দিন ধরে আপনারা আমার দেখা পাবেন না।’
এবার প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও একই কথা বললেন, ‘সে এখনও ভারতীয় ক্রিকেটকে ওয়ানডে ক্রিকেটে সার্ভিস দিচ্ছে। কিন্তু আমি জানি, বিরাট যখন খেলা ছেড়ে দেবে, তখন সে খেলাটা থেকেই অনেক দূরে চলে যাবে। সে এমন কেউ নয় যে কোচিং করবে কিংবা ব্রডকাস্টারের ভূমিকা পালন করবে।’
কোহলি তার টেস্ট ক্যারিয়ারটার ইতি টেনে দিয়েছেন আরও একটা ইংল্যান্ড সফরের ঠিক আগে। শাস্ত্রী জানালেন, সেই সফরেও তাকে ভালোভাবেই মিস করবেন তিনি। তার কথা, ‘ইংল্যান্ডে যখন প্রথম টেস্টটা খেলতে নামবে, তখন আমি তাকে খুব মিস করব। সে একজন চ্যাম্পিয়ন ছিল। সেটাই আমি মনে রাখতে চাই। সে কখনও এক বিন্দুও ছাড় দিতে চাইত না।’
শাস্ত্রীর চোখে কোহলি ছিলেন শেষ এক দশকে টেস্ট ক্রিকেটের অনেক বড় এক বিজ্ঞাপন। তিনি বলেন, ‘গত এক দশকে বিরাট ছিল সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার। তার জন্যই মানুষ টেস্ট ম্যাচে স্টেডিয়ামে আসত। সে যখন ব্যাট করত, সবাই তাকিয়ে থাকত। ওর চোখে চোখ রেখে সেরা বোলারকে মারার সাহস ছিল। ও সবচেয়ে বেশি সমালোচিত, কিন্তু সবচেয়ে প্রস্তুত ক্রিকেটারও ছিল। টেস্ট ক্রিকেটকে আবার মানুষকে ভালোবাসতে বাধ্য করা, এটিই হবে তার সবচেয়ে বড় অবদান।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct