আপনজন ডেস্ক: ভারতের সন্ত্রাসবিরোধী বার্তা বিশ্ব মাঝে তুলে ধরতে এবার তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার সন্ত্রাস বিরোধী প্রতিনিধি দলে প্রথমে তালিকাভুক্ত করেছিল বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে। কিন্তু সেক্ষেত্রে তৃণমূলের সম্মতি ছাড়াই এভাবে দলের একজন সাংসদকে নির্বাচন করায় উষ্মা প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর খোদ ইউসুফ পাঠান ওই প্রতিনিধি থাকতে অস্বীকার করেন। এবার তৃণমূল তার পরিবর্তে অভিষেককেই বেছে নিল। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানায়, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক প্রচারে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে মনোনীত করেছেন।’