আপনজন ডেস্ক: আবারও আচরণবিধি ভাঙলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস স্পিনার দিগ্বেশ রাঠি। কাল সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মাকে আউট করার পর তাঁর সঙ্গে তর্কে জড়ান রাঠি। এ নিয়ে তৃতীয়বার আইপিএলের আচরণবিধি ভেঙেছেন এই স্পিনার। তাতে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও গুনতে হবে তাঁকে। কাল ঘটনাটি ঘটে ম্যাচের অষ্টম ওভারে। ২০ বলে ৫৯ রান করা অভিষেককে সেই ওভারে আউট করেন রাঠি। অভিষেককে আউট করার পর রাঠি তাঁকে ‘নোটবুক’ সেলিব্রেশন দিয়ে বিদায় জানান। এরপর অভিষেকের সঙ্গে কথা–কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ার মাইকেল গফকে।
এই ঘটনার জন্য রাঠির নামের পাশে ৫টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়। তাতে চলতি মৌসুমে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় ৫। ৪ পয়েন্ট পূর্ণ হলেই এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হয়। সে অনুযায়ী, বৃহস্পতিবার গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচটি মিস করবেন রাঠি। এর আগে ১ এপ্রিল পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুক সেলিব্রেশন করে ১ ডিমেরিট পয়েন্ট পান রাঠি। ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের নামান ধীরকে একইভাবে ‘নোটবুক’ সেলিব্রেশন বিদায় জানান। এতে পান ২ ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, ব্যাটসম্যানকে উদ্দেশ করে এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাঁকে আগ্রাসী হতে উসকানি দেয় বা অসম্মানজনক মনে হতে পারে—এমন কিছু করলেই শাস্তির মুখে পড়তে হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct