আপনজন ডেস্ক: ইসরায়েল-গাজা সংঘাত খতিয়ে দেখতে শুক্রবার ইসরায়েলে পৌঁছনোর কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের। গতকাল বৃহস্পতিবার তিনি জর্দানে পৌঁছেছেন। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর দেশ ইসরায়েলের পাশে আছে।জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা মনে করেন ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে।৭ অক্টোবর যে ঘটনার পর ইসরায়েল গাজার সঙ্গে সংঘাতে নেমেছে, তা সম্পূর্ণ সমর্থন করে জার্মানি। পাশাপাশি গাজায় অসহায় অবস্থায় পড়া বেসামরিক মানুষের পাশেও আছে জার্মানি। এ কারণে তাদের কাছে মানবিক সহায়তা পাঠাতে চায় দেশটি।গাজার মানুষের জন্য পাঁচ কোটি ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ৫৮০ কোটি টাকা) সহায়তা প্যাকেজের কথাও জানিয়েছেন আনালেনা।অতি দ্রুত এটি যাতে গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তা দেখা হবে। বেয়ারবক জানিয়েছেন, গাজায় একটি চিকিৎসকদলও তাঁরা পাঠানোর চেষ্টা করছে। সবটাই নির্ভর করবে, সীমান্ত খোলার ওপর। মানবিক সাহায্য পাঠানোর জন্য রাফাহ সীমান্ত খুলে দেবে ইসরায়েল। শুক্রবার সকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা আনালেনার। বিকেলে তিনি যাবেন লেবানন। সেখানেও গাজা সংঘাত নিয়ে তাঁর বৈঠক করার কথা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct