সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ট্রাক্টর সহ ধান চুরি করতে গিয়ে পুলিশের জালে কলকাতার একটি নামি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র, সিসিটিভি ফুটেজ হাতিয়ার করে গ্রেপ্তার অভিযুক্তরা। গত ১৫ই ফেব্রুয়ারি পাত্রসায়ের থানার ধগড়িয়া গ্রামে এক কৃষকের খামার থেকে ৫০ বস্তা ধান সহ একটি ট্রাক্টর চুরি হয়ে যায়, অসহায় কৃষক দ্বারস্থ হয় পাত্রসায়ের থানায় এবং লিখিত অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পাত্রসায়ের থানার পুলিশ, বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের সনাক্ত করে, সিসিটিভিতে দেখা যায় চুরির দিন রাতে চুরি যাওয়া ট্রাকটারটিতে ধান বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে একটি বাইক করে দুই যুবক। তদন্তে ধগরিয়া গ্রামের বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে পাত্রসায়র পুলিশ । অভিযুক্তের মধ্যে রয়েছে কলকাতার একটি নামি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র শুভদীপ বাড়ি, এই শুভদীপের বাবা পেশায় শিক্ষক দাদা ইঞ্জিনিয়ার। সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ছাত্র হয়েও কিভাবে এই চুরির ঘটনায় জড়ালো ওই ছাত্র এবং কেন বা এই চুরি সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে চুরি যাওয়া ট্রাক্টর এবং ৫০ বস্তা ধান উদ্ধার করা হয়েছে।পরিবার সূত্রে জানতে পারা যায় শুভদীপ কলকাতায় থেকে লেখাপড়া করে সরস্বতী পুজো উপলক্ষে সে বাড়ি আসে। পুজোর পরের দিন গ্রামেই পিকনিক করতে গিয়ে বন্ধুর পাল্লায় পড়ে এই কুকর্মে জড়িয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct