আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: ভরা নদীর জলের উপর দিয়ে হেঁটে পারারার নিত্যযাত্রীদের, আন্তর্জাতিক জাদুকেও হার মানাবে এই কাণ্ড দেখে।বর্ষায় ভরা নদী, সেই নদীর জলের উপর দিয়ে হেঁটে পারারার করছে সাধারণ মানুষ। এ কাণ্ড হার মানাবে বড় বড় জাদুগরের যাদুকেও। তবে এ কোনো যাদু নয়, এই চিত্র নদীয়ার চাপড়ার বড় আন্দুলিয়ায় জলঙ্গী নদীর। কদিন ধরেই বড় আন্দুলিয়ার বন্যা পাড়ার জলঙ্গী নদীতে কচুরিপানা ভেসে আসছিল। নদীতে স্রোত না থাকায় বিস্তৃর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে। এরপর ফলে নদীর জলের উপরিভাগে তৈরি হয় কচুরিপানার সাঁকো। যার উপর দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে মানুষ। তবে দু একদিন থেকে এ কাণ্ড শুরু হওয়ার পর এলাকার লোকজন ভিড় জমান ওই এলাকায়। অনেকেই মজা নেওয়ার জন্য কচুরিপানার ব্রীজের উপর দিয়ে হেঁটেই চলে যাচ্ছেন ওপারে। মজার পাশাপাশি রয়েছে বিপদও। কারণ কচুরিপানার নিচেই রয়েছে প্রায় ৩০ ফুট জল। কোন সময় পা হরকে কচুরিপানার ফাঁক গলে নিচে পড়ে গেলেই বিপদ। এর পাশাপাশি নদীতে দৈনন্দিন কাজ করতেও সমস্যায় পড়ছেন এলাকাবাসী। স্নান করা থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা, কোন কাজই করতে পারছেন না তারা। এমনকি সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরাও, কারণ এই জলঙ্গী নদী থেকে মাছ ধরেই অনেক মৎস্যজীবীর সংসার চলে। যদিও প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন দেখার জেলা প্রশাসন এ বিষয়ে কতটা তৎপর হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct