এম মেহেদী সানি, খলতপুর, আপনজন: বাংলা মাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে ইংরেজি মাধ্যমেও সাফল্যের ধারা অব্যাহত রাখল আল-আমীন মিশন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষায় মিশনের শিক্ষার্থীরা যেভাবে সাফল্যের নজির গড়েছে ঠিক সেভাবেই ইংরেজি মাধ্যমেও সিবিএসই বোর্ডের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে পিছিয়ে নেই আল-আমীন শিক্ষার্থীরা। এবছর আল-আমীনের দশটি ক্যাম্পাস থেকে ইংরেজি মাধ্যমে ৩১৪ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সাফল্যের পরিসংখ্যান অনুযায়ী ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৯২ জন, ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ২২২ জন, ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ২৮২ জন। ইংরেজি মাধ্যমে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর ২৪ পরগনা জেলার তানিম ইসলাম, যার প্রাপ্ত নম্বর ৪৯৫, শতাংশের নিরিখে ৯৯ শতাংশ। আল- আমীন মিশন খড়গপুর ক্যাম্পাসে পড়াশোনা করতো ওই ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূম গার্লস ক্যাম্পাসের ছাত্রী বীরভূম জেলার ইশারাত জাহান, মেয়েদের মধ্যে সে প্রথম স্থানে রয়েছে, তার প্রাপ্ত নম্বর ৪৮২, ৯৬.৪ শতাংশ নম্বর পেয়েছে সে। মাধ্যমিকে অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য ফল করেছে আসিফ শাহ (৪৮৬) সালহে রিদওয়ান হোসেন (৪৮১) তামান্না খাতুন (৪৭৯) প্রমুখ।
ইংরেজি মাধ্যমের উচ্চমাধ্যমিকেও যথেষ্ট ভালো ফল করেছে আল-আমীন মিশনের শিক্ষার্থীরা। পাঁচটি ক্যাম্পাস থেকে ১২২ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সেখানে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৬ জন, ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ২০ জন, ৭০ বা তার বেশি শতাংশ নম্বর পেয়েছে ৮৬ জন। উচ্চ মাধ্যমিকে আল- আমীন শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বজবজ শাখার ছাত্র মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মাসুদুর হোসাইন, তার প্রাপ্ত নম্বর ৪৬২, শতাংশের নিরিখে ৯২.৪। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাঁতরাগাছি গার্লস শাখার ছাত্রী নদিয়ার মেয়ে ফাহমিদা খাতুন, তার প্রাপ্ত নম্বর ৪৬১, শতাংশের নিরিখে ৯২.২। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য ফল করেছে সায়ন মন্ডল (৪৬০), মোহাম্মদ আনাস (৪৫০), নিশাত উল ফিরদাউস (৪২৭)।
ইংরেজি মাধ্যমেও আল-আমীন মিশনের শিক্ষার্থীদের নজর কাড়া সাফল্যে সন্তোষ প্রকাশ করে মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এম নুরুল ইসলাম আপনজন’কে বলেন, “আল-আমীন মিশনের শিক্ষার্থীদের সিবিএসই বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজাল্ট খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যেমন ভালো হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও। সিবিএসসি মাধ্যমিক পর্যায়ের রেজাল্ট খুবই ভালো হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইস্টার্ন জোনের ফলাফল তুলনামূলক খারাপ, তবে আমাদের শিক্ষার্থীরা সেই তুলনায় অনেক ভালো ফল করেছে। বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও আল-আমীন ছাপ রেখে চলেছে। আমরা বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই দারুণ সাফল্য পাচ্ছি।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct