আপনজন ডেস্ক: রিয়াল মাদ্রিদে লুকা মদরিচের আরও এক মৌসুম থাকার গুঞ্জন ছিল। মদরিচ নিজেই নাকি আরও এক মৌসুম থেকে তারপর রিয়াল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু ক্রোয়াট কিংবদন্তির সেই চাওয়া পূরণ হচ্ছে না। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানানোর কথা আগেই জানিয়েছেন মদরিচ।
রিয়াল ছাড়ার ঘোষণা দিলেও এখনই অবশ্য অবসর নিচ্ছেন না মদরিচ। খেলা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। তবে ৩৯ পেরোনো মদরিচের ইউরোপে খেলার সম্ভাবনা কম। এরই মধ্যে জোর গুঞ্জন রিয়াল ছেড়ে মদরিচ ইন্টার মায়ামিতে যেতে পারেন, যেখানে তিনি জুটি বাঁধবেন লিওনেল মেসির সঙ্গে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, গত বছর থেকেই মদরিচকে দলে টানার বিষয়টি নিয়ে ভাবছেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম। এর মধ্যে গত এপ্রিলে মেসি নিজেই নাকি ক্লাবকে অনুরোধ করেছেন মদরিচকে যেন নিয়ে আসা হয়।
এখন মদরিচ রিয়াল ছাড়ার ঘোষণা দেওয়ার পর সেই গুঞ্জন আরও তীব্র হলো। মদরিচ যোগ দিলে সন্দেহাতীতভাবেই শক্তিশালী হবে মায়ামির মিডফিল্ড। পাশাপাশি মেসির সঙ্গে মাঝমাঠে তাঁর জুটিটাও হবে দেখার মতো।
এই পরিস্থিতিতে সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন রিয়ালের সঙ্গে চুক্তি শেষের পর ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দিতে পারেন মদরিচ।
প্রাথমিকভাবে মায়ামির সঙ্গে মদরিচের চুক্তি হতে পারে এক বছরের, যা শেষ হবে ২০২৬ সালের জুলাইয়ে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, মায়ামির সঙ্গে মদরিচের চুক্তির মূল্য হবে বছরে ২৫ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৪০ লাখ টাকার মতো।
গতকাল দোহায় অনুশীলনে আর্জেন্টিনার লিওনেল মেসি ও ক্রোয়েশিয়ার লুকা মদরিচ। দুই ‘এলএম১০’–এর লড়াই আজ। ম্যাচ শেষে ফাইনালে ওঠার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়বেন একজন
পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলার মধ্য দিয়ে মদরিচ নাকি আরও একবার ক্রোয়েশিয়াকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছেন। আগামী বছরের জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের পরিবেশ সম্পর্কে আগাম ধারণা পেতে মদরিচ মায়ামিতে যোগ দেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct