আপনজন ডেস্ক: বিষয়টি জানা হয়ে গিয়েছিল আগেই। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়েছেন, জাবি আলোনসো ছেড়েছেন বায়ার লেভারকুসেন। আনচেলত্তির পরবর্তী গন্তব্য যে ব্রাজিল, সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছিল। আনুষ্ঠানিক ছিল না, তবে সংবাদমাধ্যম মারফত সবাই জেনেই গিয়েছিল যে রিয়ালে আনচেলত্তির শূন্য জায়গা পূরণ করতে যাচ্ছেন আলোনসো।
অবশেষে এর আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেছে। রিয়াল জানিয়ে দিয়েছে, তাদের পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো। স্পেন ও রিয়ালের সাবেক মিডফিল্ডার সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব নেবেন ১ জুন থেকে। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ ৩ বছর। অর্থাৎ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে আলোনসোকে তিন মৌসুমের জন্য কোচ করার ঘোষণা দিয়েছে এভাবে, ‘জাবি আলোনসো ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত, তিন মৌসুমের জন্য রিয়ালের কোচের দায়িত্ব পাচ্ছেন।’
রিয়ালের হয়ে আলোনসোর প্রথম টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপ। ২০১৭ সালে বায়ার্ন মিউনিখ থেকে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলা আলোনসো কোচিং শুরু করেন ২০১৯ সালে। সেটা রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দল দিয়ে। ২০২২ সালে তিনি দায়িত্ব নেন জার্মান বুন্দেসলিগার দল বায়ার লেভারকুসেনের। দলটিকে ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতান তিনি।
২০২৪ সালের জার্মান সুপার কাপও জেতে আলোনসোর লেভারকুসেন।
আলোনসোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরুটাও রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দল দিয়ে। এরপর রিয়ালের মূল দল, ধারে এইবারে খেলার পর ২০০৪ সালে যোগ দেন লিভারপুলে। সেখানে থেকে ২০০৯ সালে নাম লেখান রিয়ালে। দলটির হয়ে পাঁচ মৌসুম খেলার পর চলে যান বায়ার্নে। সেদিক বিবেচনায় আলোনসোর রিয়ালের কোচ হওয়ার বিষয়টি ঘরের ছেলের ঘরে ফেরার মতোই!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct