আপনজন ডেস্ক: সৌদি আরবের রাজধানী জেদ্দায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলের এক বাঙালি ছাত্র কুরআনে হাফিজ ওয়ালিদ হাকিমুল ইসলাম সম্প্রতি প্রকাশিত সিবিএসই বোর্ডের সেকেন্ডারি পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর পেয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিল। তার এই বিশেষ কৃতিত্বের জন্য বিশেষভাবে সম্মানিত করল জেদ্দার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল প্যারেন্ট ফোরাম। এক বিশেষ অনুষ্ঠানে তাকে শুধু মোমেন্টো সহ বিশেষ সার্টিফিকেট প্রদান করে সম্মান জানানো হয়। প্রদত্ত সার্টিফিকেটে উল্লেখ করা হয়, বিশেষ মেধার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা। সম্পূর্ণ কুরআন কণ্ঠস্থকারী ওয়ালিদ সিবিএসই বোর্ডেরদশম শ্রেণির পরীক্ষায় আরবি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর হাসিল করে। এছাড়া, ইংরেজিতে ৯০, বিজ্ঞানে ৯৮, অঙ্কে ৯৪ ও সোশ্যাল সায়েন্সে ৮৮ নম্বর পেয়েছিল। এই সম্মাননা অনুষ্ঠানে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছিল ওয়ালিদ হাকিমুল ইসলামের পিতা হাকিমুল ইসলামকেও। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার ভূমিপুত্র তথা কয়েক দশক ধরে মক্কার কাবা শরীফ সংলগ্ন অভিজাত ক্লক টাওয়ার হোটেলের প্রধান শেফ হিসেবে কর্মরত হাকিমুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র হলেন ওয়ালিদ হাকিমুল ইসলাম। ওয়ালিদ হাকিমুল ইসলামের মা ফাতেমা খাতুন গৃহবধূ। হাকিমুল ইসলাম জানিয়েছেন, তার চার পুত্র ও দুই কন্যার মধ্যে সবচেয়ে বড় ওয়ালিদ। ওয়ালিদের মতো বাকি সন্তানরাও কুরআনে হাফিজে তালিম নিচ্ছে প্রথাগত শিক্ষার সঙ্গে। ইতিমধ্যে এক কন্যাও কুরআনে হাফেজ সম্পন্ন করেছে। হাকিমুল জানান, সব সন্তানেরই জন্ম মক্কায়। কিন্তু উত্তর ২৪ পরগনায় নিজের পৈতৃক বাড়িতে রয়েছে নিয়মিত যাতায়াত। হাকিমুল আরও বলেন, তার পুত্রকে দেওয়া এই সম্মাননা তাকে উচ্চ শিক্ষার পথে আরও উৎসাহ জোগাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct