অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘মমতা বন্দ্যোপাধ্যায় কে মানুষ এতটাই ভরসা করেন করেন যে, ৬ টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ৬ টি তে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। অনেকেই বলছেন আন্দোলন, আন্দোলন, প্রভাব, প্রভাব এই সমস্ত কিছুর কোন প্রভাব পড়বে না উপনির্বাচনে।’ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় কুমারগঞ্জ, হিলি ও কুশমন্ডি ব্লকে বিজয়া সম্মিলনীতে যোগ দিতে েএসে একথা বলেন ব্রাত্য বসু। ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল বসাক, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতা বিজন সরকার, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মাহমুদা বেগম সহ আরো অনেকে।
এদিন মঞ্চ থেকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘মানুষ এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় কে ভরসা করেন যে আসন্ন উপনির্বাচন গুলির সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। কেননা গ্রাম বাংলার সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আমি মনে করি ভোটে জেতাটা বড় বিষয় নয়। ভোটে উত্তর প্রদেশেও বিজেপি জেতে। কিন্তু একই সঙ্গে সেখানে মানুষ আন্দোলন করলে মানুষের উপরে বুলডোজার চালিয়ে দেয়, গুলি করে! মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতেন এবং আন্দোলনকে সহানুভূতির চোখে দেখেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct