সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করলো শাসক তৃণমূল। রবিবাসরীয় দুপুরে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এবারের উপনির্বাচনে তালডাংরা বিধানসভা কেন্দ্রে ওই দলের হয়ে প্রতিদ্বন্দিতা করবেন ফাল্গুনী সিংহবাবু।
উল্লখ্য, বামপন্থী পরিবার থেকে উঠে আসা, পেশায় শিক্ষক ফাল্গুনী সিংহবাবুর ‘পরিচ্ছন্ন’ ভাবমূর্তির মানুষ হিসেবেই সিমলাপাল এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। স্থানীয় তালদা গ্রামের বাসিন্দা ফাল্গুনী বর্তমানে সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্বে রয়েছেন।
দলের পক্ষ থেকে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ফাল্গুনী সিংহবাবু বলেন, দলনেত্রীর কাছে আমি কৃতজ্ঞ, এই ঋণ আমি কখনও শোধ করতে পারবোনা। এখন উপনির্বাচনে জীতে এই আসনটি দিদির পায়ে উপহার দিতে চাই। এবার দলের সবাইকে নিয়েই আলোচনা করে প্রচার শুরু করা হবে। তবে আর.জি কর প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বিষয়টি দূর্ভাগ্যজনক, তা এখন যা চলছে শুধু টিভিতেই’। উন্নয়নকে সামনে রেখে প্রচার যেমন হবে, তেমনি বিধায়ক নির্বাচিত হলে আগামী দিনে এলাকার উন্নয়নই তাঁর লক্ষ্য বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct