এহসানুল হক, বসিরহাট, আপনজন: বসিরহাটের ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক শিক্ষা সেমিনার ও ইসলামী মহা সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্বভারতীয় জমিয়তে আহলে হাদিসের আমির, শাইখ আসগার আলী ইমাম মেহেদী সালাফী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাদেশিক জমিয়তে আহলে হাদিসের আমির শামীম আখতার নদভী। উপস্থিত ছিলেন “কুল্লিয়া ফাতেমাতুজ জোহরা” মহিলা মাদ্রাসার চেয়ারম্যান শাইখ আব্দুর রহমান আল আদিল মাদানী,আরবী সাহিত্যের উজ্জ্বল তারকা শাইখুল হাদিস শাইখ লুৎফুল্ হক, শাইখ আরিফুল ইসলাম, মাদানী শাইখ আইনুল হক , অধ্যাপক ডাঃওয়াসিফ আলী,মাদ্রাসা প্রধান শিক্ষক শাইখ আব্দুল হামিদ ফাইজি যিনি অত্যন্ত সুসংগঠিতভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।সভাপতির আসন অলংকৃত করেন বহু গ্রন্থে প্রণেতা, আরবী সাহিত্যের উজ্জ্বল তারকা, শাইখুল হাদিস শাইখ লুৎফুল্ হক। আলোচনার সূচনাতেই সভাপতি অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য শ্রোতাদের সামনে স্পষ্ট করেন। মুল্যবান বক্তব্য রাখেন ,প্রফেসর ডাঃ ওয়াসিফ আলী, অহিদুজ্জামান তাইমি, হানিফ আল হাদী, আব্দুল মালেক ফাইজী, মতিউর রহমান হাক্কানী ও অন্যান্য বক্তাগণ। দুপুর একটা নাগাদ শাইখ আসগার আলী ইমাম মেহেদী মাদানী শিক্ষা সেমিনারে উপস্থিত হন। সকল উপস্থিতিদের সামনে মাদ্রাসার অতীত ও বর্তমান ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শাইখ তাওহীদ আলম মাদানী। এদিন শ্রোতাদের উপস্থিতি ছিল চোখ জুড়ানোর মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct