সুব্রত রায়, কলকাতা, আপনজন: দুর্গাপূজার কদিন কলকাতা পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে রাস্তায় ভিড় সামলাবে। আর জি কর ইস্যুতে কোন বিক্ষোভ হবে না আশা করা যায়। আর যদি হয় তাহলে কলকাতা পুলিশ যা ব্যবস্থা নেওয়ার তা নেবে। শুক্রবার কলকাতার পূজো গাইডের উদ্বোধনে উপস্থিত হয়ে এ কথা বলেন কলকাতার নয়া পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন ২০০৭ সালে তিনি নিজে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিকের দায়িত্বে ছিলেন। তাই পূজোর সময় ভিড় সামলে ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে কলকাতা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। প্রতিটি পুজো কমিটি সদস্যরা কলকাতা পুলিশকে সহযোগিতা করে। তিনি বিশ্বাস করেন প্রতিবছরের মতো এবারও শহরে ভিড় সামলাতে ও ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কলকাতা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। উৎসবের দিনগুলোতে ভিড় সামলাতে ও ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কলকাতা পুলিশের যা যা ব্যবস্থা গ্রহণ করার অপরিকল্পনা নেওয়ার তা ইতিমধ্যে নেওয়া হয়েছে। তিনি কলকাতা পুলিশের সকল সিনিয়র অফিসার এবং কলকাতা পুলিশের পরিবারবর্গকে শারদীয়ার শুভেচ্ছা জানান। পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিশ্বাস কলকাতা পুলিশ প্রতিবারের মতো এবারও পূজোর দিনগুলিতে ভিড় সামলে ও ট্রাফিক চলাচল সচল রেখে সকলের প্রশংসা অর্জন করবে। আরজিকর ঘটনায় যদি শহরের বুকে কোন বিক্ষোভ বা কিছু ঘটে তাহলে কলকাতা পুলিশ তা সামলে নেবে বলে মনে করেন নয়া পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা শহরে নির্বিঘ্নে দুর্গাপুজোর কদিন পার করতে কলকাতা পুলিশ সমস্ত ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে নয়া পুলিশ কমিশনার সাংবাদিকদের পুজো গাইড ম্যাপের উদ্বোধনে এসে স্পষ্ট জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct