নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: বিবাহের অতিক্রান্ত সাত মাস। কিন্তু কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ। মালদার চাঁচল ২ নং ব্লকের জালাল পুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন। দিন আনে দিন খাওয়া পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেক সুবিধা হবে। বিবাহের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। কিন্তু অভিযোগ, যারা এসেছিলেন তারা ১০ হাজার টাকা দাবি করেছে। কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি। তাই বিয়ের সাত মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। এই নিয়ে চাঁচল ২ ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। অন্যদিকে,গ্রাম্য বিবাদের জেরে সালিশি সভা। সেখানে এক পরিবারকে সমাজ চুতো করা হয়। অভিযোগ গ্রামের মাতবর ও কিছু রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানালে ওই পরিবারের সদস্যদের মারধর করা হয়।ঘটনাটি ঘটছে মালদার মোথাবাড়ি থানার রাজনগর নয়াগ্রাম এলাকায়। ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করলেও অভিযোগ প্রত্যাহারের জন্য পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পরিবার পুলিশ সুপার ও জেলা শাসকের দ্বারস্থ হয়েছে। গোটা ঘটনা নিয়ে তৃণমূল এর বিরুদ্ধে সরব বিজেপি।
পাল্টা তৃণমূলের দাবি এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct