আপনজন ডেস্ক: খেলা, অনুশীলন, আবার খেলা! ম্যানচেস্টার সিটির সর্বশেষ সপ্তাহটা এ রকমই কেটেছে। ১৩ এপ্রিল প্রিমিয়ার লিগের ম্যাচ, ১৭ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, ২০ এপ্রিল এফএ কাপের সেমিফাইনাল। আবার তারা মাঠে নামবে ২৫ এপ্রিল, প্রিমিয়ার লিগে, ব্রাইটনের বিপক্ষে।চেলসির বিপক্ষে গতকাল এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জিতে টুর্নামেন্টটির ফাইনালে ওঠার পর ঠাসা এই সূচি নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সিটির স্প্যানিশ কোচ এমনও অভিযোগ করেছেন যে এটা এ সপ্তাহে শুধু তাঁর দলের সঙ্গেই হয়েছে। এফএ কাপের আরেক সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটি। কভেন্ট্রি বর্তমানে চ্যাম্পিয়নশিপে খেলছে। এফএ কাপের সেমিফাইনালে খেলা চার দলের মধ্যে সপ্তাহের মাঝে ম্যাচ খেলতে হচ্ছে শুধু সিটিকে। লিগে ইউনাইটেড ও চেলসির ম্যাচ নেই, চ্যাম্পিয়নশিপে নেই কভেন্ট্রির ম্যাচ।এ নিয়ে চেলসিকে হারিয়ে ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে গার্দিওলা বলেছেন, ‘এটা অগ্রহণযোগ্য, এটা সত্যি অগ্রহণযোগ্য। ইউনাইটেড, চেলসি এই সপ্তাহে খেলছে না এবং আমাদের তারা আজ (গতকাল) খেলতে বাধ্য করেছে। (ম্যাচটা) আগামী সপ্তাহের শুক্রবার হলে ভালো হতো।’বিবিসি স্পোর্টের উপস্থাপক গ্যারি লিনেকার গার্দিওলাকে প্রশ্ন করেছিলেন, এটাকে তাঁর অন্যায় মনে হচ্ছে কি না। এর উত্তরে গার্দিওলা বলেছেন, ‘এটা আসলে অসম্ভব। খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভাবলেও এটা স্বাভাবিক নয়, সত্যই এটা স্বাভাবিক নয়।’গার্দিওলা এরপর যোগ করেন, ‘আমি জিতেছি বলেই সাহস করে এটা বলছি। আমি শুধু হেরে যেতাম, তাহলে চুপ করে থাকতাম। কিন্তু এটা সম্ভব নয়। এটা খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়। আমি জানি না, আজ আমরা কীভাবে টিকে রইলাম।’বিষয়টি ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সামনে তুলেছেন কি না—এমন প্রশ্নে গার্দিওলার উত্তর ছিল এ রকম, ‘গ্যারি, আপনার কি মনে হয় আমাদের চাওয়াতে কিছু বদলাবে। আমার শুধু এখানে বলারই ক্ষমতা আছে। এটা পরিবর্তন হবে না।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct