মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: প্রার্থীর নাম ঘোষণার পর এলাকায় এসে সব স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন মিল্টন রশিদ। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বাম কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাঁসন বিধান সভার প্রাক্তন বিধায়ক তথা বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ। বৃহস্পতিবার সকালে লোহাপুর বাজারে নলহাটি ২ নম্বর ব্লক কংগ্রেসের কার্যালয়ে ব্লকের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী বৈঠক করেন বাম কংগ্রেস সমর্থীত প্রার্থী মিল্টন রশিদ। লোকসভা নির্বাচনে ভোট প্রচারের রণকৌশল কেমন হবে। সেখানে তার নেতা কর্মীদের তা বুঝিয়ে দিলেন। কারণ প্রার্থী নিজেই জেলা কংগ্রেসের সভাপতি। নির্বাচনী প্রচারের কৌশল কেমন হবে।কোন এলাকায় কখন কিভাবে যাবেন। তার দিক নির্দেশনা দেবেন তিনি নিজেই। তিনি তার ভোট প্রচারের জন্য প্রতিটি ব্লক এলাকায় তার নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করে পরামর্শ দেবেন। কংগ্রেসের মিল্টন রশিদ প্রার্থী ঘোষণার আগেই বীরভূম লোক সভা কেন্দ্র থেকে চিকিৎসক আব্দুল করিমকে বামেদের প্রার্থীর সমর্থন চেয়ে পোস্টার দিয়ে প্রচার করেন তার অনুগামীরা। কিন্তু শেষ পর্যন্ত বীরভূম জেলায় দুটি আসনের সমঝোতা হয় বাম কংগ্রেসের মধ্যে। আসন সমঝোতায় বীরভূম কেন্দ্রে কংগ্রেসের পক্ষ থেকে মিল্টন রশিদের নাম প্রার্থী তালিকায় ঘোষণা করা হয়। অপর দিকে বোলপুর লোক সভা কেন্দ্র থেকে আসন সমঝোতায় বাম কংগ্রেস জোট প্রার্থী শ্যামলী প্রধানের নাম ঘোষণা করে বামেরা। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ বলেন, আগামী রবিবার তিনি নিজেকে তার সাংসদ এলাকায় নিজেকে বামেদের সোপে দেবেন। একই ভাবে বোলপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান তিনিও কংগ্রেসের কাছে নিজেকে সোপে দিয়ে জোট প্রার্থী হয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করবেন।সেই দিন থেকেই জেলার দুই প্রার্থীর সমর্থনে বাম কংগ্রেস জোট হয়ে নির্বাচনী প্রচারে নামবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct