সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: চাকরির নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে বাঁকুড়ার সিমলাপাল থানার পার্শ্বলা গ্রামে অভিযুক্তর বাড়ি থেকে সৌমেন সিংহ মহাপাত্র নামেরওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ পুলিশ খাতড়া মহকুমা আদালতে পেশ করলে আদালত আগামী ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন । ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবীতে সরব হয়েছেন প্রতারিত যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার সিমলাপাল থানার ধবনী গ্রামের বাসিন্দা পীযুষ সিনহা মহাপাত্রর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় পার্শ্ববর্তী কল্লাচ্যা গ্রামের বাসিন্দা পার্থ সিংহ মহাপাত্রর। তাঁর সূত্র ধরেই পীযুষের সঙ্গে আলাপ হয় পার্শ্বলা গ্রামের সৌমেন সিংহ মহাপাত্রর সঙ্গে। অভিযোগ মাস কয়েক আগে ওই দুই যুবক পীযুষকে জামশেদপুরে একটি নামী সংস্থায় স্থায়ী চাকরীর প্রস্তাব দেয়। পীযুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় ওই চাকরীর জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও অভিজ্ঞতার সংশাপত্রও তৈরী করে দেওয়া হবে । বিনিময়ে প্রথমে ৬০ হাজার টাকা দাবী করে ওই দুই যুবক । পীযুষের দাবী প্রথমে ৬০ হাজার টাকায় কথা হলেও ধাপে ধাপে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা নেয় পার্থ ও সৌমেন । কখনো নগদে আবার কখনো বিভিন্ন পে অ্যাপের সাহায্যে পীযুষ ওই টাকা দেন ওই দুজনকে । এরপর পীযুষকে জামশেদপুরে অপর একটি সংস্থায় কাজ দেওয়া হয়। কিন্তু কাজে যোগ দেওয়ার দশ দিনের মাথায় সংস্থার তরফে তাঁকে কাজ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই পীযুষ জানতে পারেন তাঁকে দেওয়া ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ও অভিজ্ঞতার সংশাপত্রও জাল। এরপরই পীযুষ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পার্থ ও তার সহযোগীর কাছে দেওয়া টাকা ফেরত চাইলে পীযুষকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বাঁকুড়ার সিমলাপাল থানার দ্বারস্থ হন পীযুষ। নড়েচড়ে বসে পুলিশ। এরপরই পীযুষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেফতার করা হয় সৌমেন সিংহ মহাপাত্রকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct